তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আচমকাই ঢুকে পড়ে নার্সিং কলেজে। তারপরেই এক বিএসসি চতুর্থ বর্ষের পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা করল তাঁরা। তবে কিছু অঘটন ঘটার আগেই ওই তরুণী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার এমনই একটি ঘটনা ঘটল পঞ্জাবের লুধিয়ানায় শহীদ কারতার সিং সারাভা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Shaheed Kartar Singh Sarabha Medical College and Hospital)। জানা যাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদি এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর, ইতিমধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ একাধিক তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, এদিন বিকেলে আচমকাই গাড়ি করে তিন আততায়ী কলেজ চত্বরে ঢুকে পড়ে। তারপর ওই চতুর্থ বর্ষের তরুণীকে ফাঁকা এলাকা দেখে তাঁর মুখ বন্ধ করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর জামাকাপড় ছেড়া হয়, মুখে কাপড় গুজে দেওয়ার চেষ্টা করা হয় এবং শরীরে আছড়ে দেওয়া হয়। এরমধ্যে কোনওরকমে সেই তরুণী নিজেকে সুরক্ষিত বের করে এনে ঘটনাস্থল থেকে পালিয়ে বিল্ডিংয়ের পেছনে কয়েকজন সহপাঠীর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে সবকিছু খুলে বলে। অন্যদিকে বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন ব্যক্তি।
Ludhiana, Punjab: A BSc fourth-year student at Shaheed Kartar Singh Sarabha Medical College and Hospital was attacked by three individuals who tore her clothes, stuffed her stole in her mouth to silence her, and scratched her body. The student managed to escape and hide behind a… pic.twitter.com/9UFjx3S19e
— IANS (@ians_india) November 28, 2024
গোটা ঘটনা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর পুলিশে অভিযোগ জানালে, ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। পুাশাপাশি নির্যাতিতা তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ যাতে অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে, সেই দাবি বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন কলেজের পড়ুয়ারা।