Ashoknagar TMC Leader Suspended (Photo Credits: X)

আরজি করের ঘটনায় (RG Kar Incident) যুক্ত দোষীদের ফাঁসির দাবিতে আয়োজিত কর্মসূচিতে তৃণমূল নেতার মুখে শোনা গেল 'মা বোনের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে' দেওয়ার কথা। দলীয় কর্মসূচির মঞ্চ থেকে দলের নেতার এরূপ মন্তব্য ঘিরে কার্যত অস্বস্তিতে পড়ে শাসক দল। কর্মসূচিতে সভা মঞ্চের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। তড়িঘড়ি অশোকনগরের (Ashoknagar) তৃণমূল নেতা অতীশ সরকারকে বরখাস্ত করল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডেলে জানান, এক বছরের জন্যে ওই দলীয় নেতাকে সাসপেন্ড করা হয়েছে।

আরজি কর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মঞ্চে টাঙানো ব্যানারে জ্বলজ্বল করছে 'মা বোনেদের সম্মান, আমাদের সম্মান' লেখাটি। আর সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতীশ সরকার বললেন, 'আমরা যদি ফোঁস করে আপনার মা-বোনের কুৎসা রটিয়ে তাঁদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সে দিন বেশি দূরে নেই'। তাঁর আরও সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন। তাই এখনই সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় সকাল সন্ধে ফোঁস করি পারবেন তো বাড়ি থেকে বের হতে'।

অতীশ সরকার ওরফে ঝুঙ্কুর বেফাঁস মন্তব্য নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। সোমবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে জানান, 'অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁর এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে দল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে'।

উল্লেখ্য, দিন কয়েক আগে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বলতে শোনা গিয়েছিল, 'যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাঁকে আপনি কামড়াবেন না। কিন্তু ফোঁস করুণ'। দলীয় নেত্রী সেই 'ফোঁস' মন্তব্য নিজের বক্তৃতা জুড়তে গিয়েই বেফাঁস মন্তব্য করে এক বছরের জন্যে বরখান্ত হলেন অতীশ সরকার।