বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবারেও বিক্ষোভ দেখাল হিন্দু সমাজ। এদিন বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল চলে প্রতিবাদীদের। তবে মাঝরাস্তায় পুলিশি ব্যারিকেডের সামনে থামতে হয় তাঁদের। আর সেখানেই সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। জানা যাচ্ছে বেকবাগানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।  আর এই সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৩ জন। যার মধ্যে একজন পুলিশের কর্মী ছিল বলেও জানা গিয়েছে। জানা যাচ্ছে, তাঁর মাথা ফেটে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, হিন্দু সংগঠনেরও দুজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিয়ালদহের থেকে পার্ক সার্কাস পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছিল এই বিক্ষোভ। কিন্তু মাঝপথে পুলিশি ব্যারিকেডে ঝামেলা শুরু হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জাগরণ মঞ্চের ৫ সদস্য বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দফতরে যান। গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল বঙ্গ বিজেপি। নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।