![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/139-25.jpg?width=380&height=214)
বড়সড় খাঁড়া মুম্বইয়ের নিউ ইন্ডিয়া ব্যাঙ্কের (New India Co-operative Bank) উপর। দুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আরবিআই (Reserve Bank of India) জানিয়েছিল, ব্যাঙ্ক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন না, গ্রাহকদের কোনরকম ঋণ প্রদান করা যাবে না। নিষেধাজ্ঞার পরেই নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক ঘিরে বড় খবর সামনে এল। ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ প্রবীণচাঁদ মেহতার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ। তাঁকে আটক করেছে পুলিশ। ব্যাঙ্ক থেকে ১২২ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে হিতেশের বিরুদ্ধে। নিজের পদের অপব্যবহার করে ব্যাঙ্কের দাদর এবং গোরেগাঁও শাখা থেকে ওই বিপুল পরিমাণ টাকা তুলেছেন বলে অভিযোগ উঠেছে প্রাক্তন জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে।
ওই ব্যাঙ্কেরই চিফ অ্যাকাউন্টস অফিসার প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির এফআইআর দায়ের করেছেন। ২০২০ সাল থেকে ২০২৫ সালের সময়কালের মধ্যে আর্থিক কেলেঙ্কারির কাণ্ডটি ঘটিয়েছেন হিতেশ। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) নিউ ইন্ডিয়া ব্যাঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে। হিতেশ ছাড়াও এই অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন সেই রহস্য সমাধানে চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
মুম্বই ভিত্তিক এই ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের মাঝে বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। আরবিআই জানিয়েছিল, আগামী ৬ মাসের জন্য ব্যাঙ্কটি গ্রাহকদের কোনও ঋণ প্রদান করতে পারবে না। এমনকি আমানতকারীরা তাদের জমানো পুঁজি তুলতে পারবেন না।
এই ঘোষণা হওয়ার পরেই শুক্রবার সকাল থেকে গ্রাহকেরা ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিটা শাখায় গিয়ে ভিড় করেছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। বিশৃঙ্খল পরিস্থিতির অব্যাহত ব্যাঙ্কের বাইরে।