মুম্বইতে (Mumbai) রাস্তার পাশের দোকানে কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৯ বছরের এক কিশোরের। চিনা খাবারের দোকানে কাজ করতে গিয়ে, গ্রাইন্ডার মেশিনের টানে তার মধ্যে ঢুকে যায় এক যুবকের মাথা। এরপর মেশিনের ব্লেডের আঘাতে কার্যত ক্ষতবিক্ষত হয়ে নির্মম মৃত্যু ঘটে ওড়লির ওই যুবকের। মৃতের নাম সূরয নারায়ণ যাদব। ঝাড়খণ্ডের বাসিন্দা সূরয দোকানের কাজ করার সময় গ্রাইন্ডার মেশিনের কাছে গিয়ে চিনা খাবার তৈরি করেন। ওই সময় হঠাৎ করেই সূরযের মাথা ঢুকে যায় গ্রাইন্ডার মেশিনের ভিতরে। চোখের নিমেষে গ্রাইন্ডার মেশিনের ব্লেডে ক্ষতবিক্ষত সূরযের মৃত্যু হয়। ঘটনার পরপরই সূরয যে দোকানে কাজ করতেন, সেখানকার মালিককে গ্রেফতার করা হয়। নিরাপত্তার কোনও বালাই না থাকা সত্ত্বেও ওই ধরনেরবিপদের কাজ কীভাবে একজন কিশোরকে দিয়ে করানো হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন।
হঠাৎ করেই সূরযের জীবনে মৃত্যু নেমে আসে। দেখুন ভয়াবহ সেই ভিডিয়ো...
Mumbai Accident: 19-Year-Old Dies After Being Pulled Into Grinder Machine In Worli Shop; Owner Booked (Watch Video) pic.twitter.com/kpLkaMB6Ae
— Donjuan (@santryal) December 16, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)