সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল (ছবিঃX)

নয়াদিল্লিঃ আচমকা শেষ মুহূর্তে নির্বাচনী লড়াই থেকে সড়ে দাঁড়ালেন মারাঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল(Manoj Jarange Patil)। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে(Maharashtra Assembly Election 2024) অংশ নিচ্ছেন না তিনি। শুধু তাই নয়, নিজের দলের প্রার্থীদের মনোনয়ন(Nominations) তুলে নেওয়ারও ডাক দেন তিনি। এবারের মহারাষ্ট্র নির্বাচনে বিশেষ নজর ছিল মনোজ জারাঙ্গে পাটিলের উপর। মারাঠা সংরক্ষণ নিয়ে দিনের পর দিন আন্দোলন করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেন। ভোটেও দাঁড়ান। কিন্তু শেষ মুহূর্তে এসে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ালেন তিনি। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মারাঠা ইস্যুতে শুধুমাত্র লড়াই চালানো সম্ভব নয়। এক জাতিরর দাবিদাওয়া নিয়ে লড়াই করাটা লোক হাসানোর মতো কাজ হবে। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় নই।" প্রসঙ্গত, আজ ৪ নভেম্বরই মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ। তাই আজই এই কাজ করে ফেললেন মারাঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ মনোজ জারাঙ্গে পাটিল।

শেষে এসে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল