এই বছর ১৪ জানুয়ারী, ২০২৫ তারিখে সূর্য মকর রাশিতে প্রবেশ করবেন, এই উপলক্ষে দেশ জুড়ে পালিত হবে মকর সংক্রান্তির উৎসব। পৌরাণিক গ্রন্থে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব থাকলেও এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে মকর সংক্রান্তি। কারণ এ বছর ১২০ বছর পর প্রয়াগরাজে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বিশ্বের সবচেয়ে বড় মেলা মহাকুম্ভ।এই মহা উৎসবে ৪০ কোটিরও বেশি ভক্ত গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণীতে ডুব দিয়ে নিজেদের কৃতজ্ঞ মনে করবেন। মকর সংক্রান্তিতে সূর্য পূজা এবং দান করারও বিশেষ গুরুত্ব রয়েছে।
মকর সংক্রান্তির সূচনা লগ্নে সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে পাঠান মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা।