Arvind Kejriwal (Photo Credit: ANI/X)

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী হয়েছেন জনপ্রিয় শিক্ষাবিদ অবোধ ওঝা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় অবোধ এবার দিল্লি ভোটে কেজরিওয়ালের তুরুপের তাস। প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পরিবর্তে পাতপারগঞ্জ থেকে অবোধ ওঝাকে দাঁড় করিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই অবোধ ওঝা-র ভোটে দাঁড়নো নিয়ে আপত্তি তুলেছে বিজেপি। অবোধ উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা। সেখানেই তাঁর ভোটের কার্ড রয়েছে। আর তাই অবোধ দিল্লির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে দাবি করে বিজেপি।

দিল্লির ভোটার নন, তাই দিল্লির ভোটে অবোধের ভোটে দাঁড়ানো নিয়ে আপত্তি

অবোধ জানান, তিনি আগেই দিল্লির বাসিন্দা হিসেবে ভোটার আইডি কার্ডের আবেদন করেছেন, কিন্তু সেটা কমিশনের লাল ফিতের ফাঁসে এখনও তার কাছে আসেনি। অবোধ ওঝার ভোটে দাঁড়ানো নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা, সাংসদ সঞ্জয় সিংকে নিয়ে নির্বাচন কমিশনে যান কেজরিওয়াল। সেখানে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল জানান, অবোধ ওঝার ভোটের কার্ড স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে কমিশন। দিল্লির ভোটে অবোধ ওঝা ভোট দিতে পারবেন, ফলে তাঁর মনোনয়ন জমা দিতে কোনও সমস্য়া থাকছে না। পারপতগঞ্জ থেকে আপ প্রার্থী হিসেবে অবোধ ওঝা মনোনয়ন জমা করবেন।"

দেখুন কী বললেন কেজরিওয়াল

 

কমিশনে কেজরির নালিশ

দিল্লিতে ভোটের আগে টাকা দিয়ে ভোট প্রভাবিত করা, ভোটার তালিকা নিয়েও অভিযোগ কমিশনে গিয়ে জানান কেজরিওয়াল ও তাঁর দলের শীর্ষ নেতা-নেত্রীরা।