মাদুরাই, ১৩ জানুয়ারিঃ নাবালিক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির (BJP) এক নেতা। তামিলনাড়ুর মাদুরাইতে রাজ্য বিজেপির অর্থনীতি শাখার প্রধান এমএস শাহকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বছর ১৫-র এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বিজেপি নেতাকে। আজ সোমবার, ১৩ জানুয়ারি গ্রেফতার হন এমএস শাহ। অভিযোগে নাবালিকার বাবা জানান, মেয়ের ফোনে কিছু সন্দেহজনক মেসেজ দেখতে পান তিনি। সেই বিষয়ে চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই মেয়ে সব সত্যি কথা স্বীকার করে। কিশোরী জানায়, শাহ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন। তাকে স্কুটি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন। আর এই সমস্ত কিছুই হয়েছে বিজেপি নেতার স্ত্রীর উপস্থিতিতে।
নির্যাতিতার বাবার কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ শুরু করে পুলিশ। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে শাহকে গ্রেফতার করা হয়েছে।