![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/02/Liquor.jpg?width=380&height=214)
ভোপাল, ১৩ জানুয়ারি: এবার বড় সিদ্ধান্তের পথে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকার। রিপোর্টে প্রকাশ, এবার ধর্মীয়স্থান অর্থাৎ মন্দিরের কাছে কোনওভাবে মদ বা মাংস বিক্রি করা যাবে না। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকার। আগামী অর্থবর্ষে মধ্যপ্রদেশে 'লিকার পলিসি' আনতে চলেছে মোহন যাদবের সরকার। আর সেখানেই থাকবে, এবার থেকে আর ধর্মীয়স্থানে কাছে কোনওভাবে মদ বা মাংস বিক্রি করা যাবে না। রাজ্যের যেকটি ধর্মীয় স্থান রয়েছে, তার আশপাশে যাতে কেউ মদ্যপান করতে না পারেন কিংবা মাংস বিক্রি না হয়, সে বিষয়ে পদক্ষেপ করা হবে।
জানা যাচ্ছে, ধর্মীয়স্থানের কাছে যাতে কেউ মদ্যপান করতে না পারেন, সে বিষয়ে মধ্যপ্রদেশ সরকারকে পরামর্শ দেয়া হয় একাধিক ধর্মগুরুর তরফে। যার পালন করতেই এবার ধর্মীয়স্থানের কাছে কেউ মদ বা মাংস বিক্রি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।