Rahul Gandhi (Photo Credit:X)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: ক'মাস আগেই লোকসভা ভোটের প্রচারে দু'জনে হাত ধরে প্রচার করেছিলেন। সেই একই জায়গায় দাঁড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে ইন্ডিয়া শিবিরের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর সঙ্গে কেজরিওয়ালের কোনও ফারাক নেই, দুজনেই শুধু ধনকুবের শিল্পপতিদের স্বার্থ দেখেন, গরীবদের কথা ভাবেন না। এমন অভিযোগ করলেন রাহুল। মোদী-কেজরি দুজনেই মুদ্রাস্ফীতি রুখতে ব্যর্থ হয়েছেন বলে রাহুলের অভিযোগ।  লোকসভায় মোদীকে হারাতে কেজরিওয়ালের সঙ্গে জোট করা রাহুল, ক মাস পরেই এবার কেজরিকে হারাতে রাহুলের গলায় অন্য সুরে কথা বললেন।

যদিও লোকসভা ভোটের সময়ই রাহুল বলেছিলেন, রাজ্যস্তরের ভোটে স্থানীয় রাজনৈতিক সমীকরণেই ইন্ডিয়া শিবিরের সব দলগুলির সঙ্গে জোট সম্ভব নয়।

দেখুন কী বললেন রাহুল গান্ধী

মোদী, কেজরিকে একযোগে আক্রমণ

দিল্লিতে ভালবাসার রাজনীতি হিংসাকে হারাবে বলে জোর গলায় দাবি করলেন লোকসভার প্রধান বিরোধী দলনেতা। কেজরিওয়াল বা বিজেপি কেউই দিল্লির প্রকৃত উন্নয়ন করতে পারবে না, বায়ুদূষণ রুখতে পারবে না। এমন দাবি করে দিল্লিতে কংগ্রেস সরকার আনার আবেদন করলেন রাহুল। শীলা দীক্ষিত দিল্লিকে বিশ্বমানের শহর বানিয়েছিলেন, অথচ সেই শহরেই মানুষের এখন শ্বাস নিতে কষ্ট হয় বলেও রাহুল দাবি করলেন।

রাহুলের গলায় সাম্প্রদায়িক সম্প্রীতির সুর

দেশের রাজধানী শহরে জনসভায় রাহুল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বললেন, " যতদিন আমি বেঁচে থাকব, তার মধ্যে যদি কোনও ভারতীয়র ওপর আক্রমণ হয়, তা সে যে জাতি-যে ধর্মরই হোন- তিনি মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বা যে কোনও ধর্ম, দলিত বা অনগ্রসর সম্প্রদায়ের কেউ, রাহুল গান্ধী তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করবে। এটা লিখে রাখুন।

১১ বছর ধরে দিল্লির সব বড় ভোটে কংগ্রেসের হাত খালি

গত দুটি বিধানসভা নির্বাচনে দিল্লিতে সরাসরি লড়াই হয়েছিল আপ ও বিজেপির। অরবিন্দ কেজরিওয়াল ঝড়ে উড়ে গিয়ে কংগ্রেস দিল্লিতে গত দুটি বিধানসভা নির্বাচনে কোনও আসন পায়নি। আসলে গত ১১ বছর ধরে দিল্লিতে বিধানসভা, লোকসভা কোনও ভোটেই কোনও আসন পায়নি। অথচ এই দিল্লিতে কংগ্রেস একটানা ১৫ বছর ক্ষমতায় ছিল। শীলা দিক্ষীতের রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়ে যাওয়া হাত শিবির এবার ভাল ফল করতে মরিয়া। দিল্লিতে কংগ্রেসের হাল ফেরাতে ভোটপ্রচারে নেমে পড়লেন শীর্ষ নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একযোগে আক্রমণ করে দিল্লিবাসীকে কংগ্রেসকে জেতানোর আবেদন করলেন। কেজরিওয়াল বিরোধী ভোট যাতে বিজেপির কাছে না যায় তার মরিয়া চেষ্টা এদিন নির্বাচনী জনসভায় করলেন লোকসভার বিরোধী দলনেতা।