কলকাতা, ১৩ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু ও ৩ প্রসূতির গুরুতর অসুস্থতার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য সরকার। এই কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানালেন, " মেদিনীপুর মেডিক্যাল কলেজ কাণ্ডে গুরুতর গাফলতি যে ঘটেছে সেটা নিশ্চিত। অপারেশনের সময় শুধু জুনিয়র ডাক্তাররা জড়িত ছিলেন, সিনিয়র ডাক্তাররা ছিলেন না। একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন। কিন্তু সেদিন সিনিয়র ডাক্তার অনুপস্থিত ছিলেন বলে খবর। যেটা হওয়া উচিত হয়নি। নিষিদ্ধ স্যালাইন সলিউশন যেটা ব্যবহার করা হয়েছিল, সেটা দেওয়া ঠিক হয়নি। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হল। দোষীরা ছাড়া পাবে না।"
এরপর মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, "সিনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়েও তদন্ত হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।"
CID তদন্তের নির্দেশ
Howrah: West Bengal Chief Secretary Manoj Pant says, "An unfortunate incident has occurred at Midnapore Medical College and Hospital. A pregnant woman has died, four more are ill, three of whom are currently undergoing treatment at the hospital. It appears that serious negligence… pic.twitter.com/ux6eYFTh1r
— ANI (@ANI) January 13, 2025
ঘটনার পরদিন গড়া ১৫ সদস্যের কমিটির রিপোর্টে ‘হিউম্যান এরর’ (মানুষের ভুল)- এর ইঙ্গিত মিলেছে। পূর্ণাঙ্গে রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানান ।