মইনপুরী: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরী লোকসভার উপনির্বাচনে (Mainpuri By Election) ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল এক সরকারি কর্মীকে (Goyernment worker)। কিন্তু, ডিউটি (duty) করতে হাজির হননি তিনি। এর ফলে দুদিনের মাইনে কেটে নেওয়া হয়েছিল তাঁর। আর এই বিষয়টি সামনে আসতেই বেরিয়ে আসল সত্যিটা। জানা গেল ৬ মাস আগেই মৃত্যু (death) হয়েছে ওই কর্মীর। তাই ভোটের কাজে হাজির থাকতে পারেননি তিনি। অদ্ভুত এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে বিহারের (Bihar) প্রশাসনিক মহলে। কার গাফিলতির কারণে একজন মৃত ব্যক্তিকে এইভাবে নির্বাচনের কাজে দায়িত্ব দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও পড়ুন: Mumbai: অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে ৫ মিনিটে গায়েব ২ লক্ষ
সর্বভারতীয় সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে হরি কিষেণ (Hari Krishan) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তারপরও গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মইনপুরী লোকসভার উপনির্বাচনে তাঁকে তৃতীয় পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয় প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে। এদিকে মারা যাওয়ার কারণে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হতে পারেননি ওই ব্যক্তি। এরপর ৬ ডিসেম্বর প্রশাসনের তরফে খতিয়ে দেখা হয় যে মোট ৫০ জন কর্মী ৫ তারিখের উপনির্বাচনে নিজেদের দায়িত্ব পালন করেননি। এর ভিত্তিতে প্রশাসনের তরফে ওই ব্যক্তিদের ৫ ও ৬ তারিখ বেতন কাটার এবং তাঁদের যাতে আর বেতন বৃদ্ধি করা না হয় তার সুপারিশ করা হয়। আরও পড়ুন: Nirmala Sitharaman: ফোবর্সের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকা ফের নাম উঠল ভারতের অর্থমন্ত্রীর
এদিকে এই বিষয়টি নিয়ে টানাচাড়া হতেই জানা যায়, হরি কিষেণ নামে যে ব্যক্তিকে ভোটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি গত ছ মাস আগে মারা গেছেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে যে ৬ মাস আগে মৃত সরকারি কর্মচারীকে কীভাবে নির্বাচনের কাজে লাগাতে পারে প্রশাসন। কারণ, নির্বাচনের সময় যদি কোনও ব্যক্তিকে ভোট করানোর জন্য পাঠানো হয় তাহলে সবার প্রথমে ওনার আইডি কার্ড (ID) করা তৈরি করা হয়। তারপর তাঁকে প্রশিক্ষণ (Trainin) দেওয়া হয়। আর প্রশিক্ষণের পরেই পাঠানো হয় ভোট করানোর কাজে। কিন্তু, যে ব্যক্তির আগেই মৃত্যু হয়েছে তাঁর আইডি কার্ড কীভাবে তৈরি করা হল? আইডি কার্ড জারি করার পর কীভাবে প্রশিক্ষণ পেলেন তিনি। আর সব শেষে কীভাবে তাঁকে নির্বাচনের কাজে দায়িত্ব দেওয়া হল। আরও পড়ুন: India Could Soon Experience Heat Waves: ভারতে আছড়ে পড়তে চলেছে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা বিশ্ব ব্য়াঙ্কের