![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/07/ajit-pawar-380x214.jpg)
Maharashtra portfolios allocated: শরদ পাওয়ারের সঙ্গে বিবাদ করে এনসিপি বিধায়াকদের ভাঙিয়ে এনে বিজেপির হাত ধরেছেন তাঁর ভাইপো অজিত পাওয়ার। ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অজিত পাওয়ারের দাবি মেনে নিল বিজেপি। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশের থেকে মহারাষ্ট্র সরকারের অর্থ মন্ত্রক কেড়ে তা দেওয়া হল অজিত পাওয়ারকে। এতদিন একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু অজিত পাওয়ারের দাবি ছিল, তিনি সাময়িকভাবে মুখ্যমন্ত্রী পদের দবি ছাড়লেও আসল মন্ত্রক 'অর্থ'-এর দায়িত্ব নিতে চান। মহারাষ্ট্রে এনডিএ সরকার বাঁচিয়ে রাখার স্বার্থে এনসিপি নেতা অজিতের দাবি মেনে নিতে বাধ্য হল পদ্ম শিবির। অসহায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে হজমও করতে হল অজিতের আবদার।,
মুখ্যমন্ত্রী হওয়ার আশায় বিজেপি শিবিরে যাওয়া অজিত পাওয়ারকে দেওয়া হল সবচেয়ে লোভনীয় মন্ত্রক অর্থ দেওয়া হল তাঁকেই। মহারাষ্ট্রের অর্থ মন্ত্র সামলাবেন অজিত পাওয়ার। এনসিপি-র বিধায়কদের সরকারে যোগদানের পর মহারাষ্ট্রের মন্ত্রিসভার রদবদলে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার অর্থের পাশাপাশি সামলাবেন পরিকল্পনা দফতর। ক্যাবিনেট মন্ত্রী হওয়া এনসিপির অভিজ্ঞ বিধায়ক ছগন ভুজবল পেলেন খাদ্য ও সিভিল সাপ্লাই দফতর। আরও পড়ুন-৪৮ ঘণ্টার মধ্যে কুনোয় ফের চিতার মৃত্যু, গত ৪ মাসে আটটি বাঘের প্রাণ হারানো নিয়ে প্রশ্নে 'ঘর-কুনো' নীতি
দেখুন ভিডিয়ো
After announcement of portfolios, Maharashtra DCM Ajit Pawar takes the charge finance and planning ministry, he takes stock of current state finance @NewIndianXpress pic.twitter.com/hP9O5lociP
— Sudhir Suryawanshi (@ss_suryawanshi) July 14, 2023
দেখুন টুইট
Maharashtra portfolios allocated: Ajit Pawar gets Finance, Dilip Walse Patil gets Cooperation
— Press Trust of India (@PTI_News) July 14, 2023
অজিত পাওয়ার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এর আগও তিনি বেশ কয়েকবার উপমুখ্যমন্ত্রী হয়েছে, এবার তিনি মুখ্যমন্ত্রী হতে চান। জোর জল্পনা, ১০ অগাস্টের মধ্যে একনাথ শিন্ডে সহ শিবসেনার ১৬ জন বিধায়কের সদস্য পদ খারিজ হবে। তখন পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। শিন্ডের পরিবর্তে রাজ্যের মসনদে বসবেন অজিত পাওয়ার। শিন্ডেদের সদস্য়পদ খারিজ হলে মহারাষ্ট্রে ক্ষমতা হারাত বিজেপি। তাই অজিত পাওয়াররা শিবির বদল করে আসায় লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র ধরে রাখা নিশ্চিত করেছে পদ্ম শিবির।