সবে সবে শেষ হয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Elections Exit Polls 2024)। সারা দিন ধরে সাধারণ মানুষের পাশাপাশি ভোটদান করেন তারকা, শিল্পপতিরাও। সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান কিংবা মুকেশ আম্বানি, প্রত্যেকে ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট দেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও দেখা যায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। ভোট শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই শুরু হয় এক্সিট পোল। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় মহায়্যুতি জোট অর্থাৎ বিজেপি এবং তার সঙ্গীরা ১৩৭ থেকে ১৫৭টি আসন পেতে পারে। অন্যদিকে মহাবিকাশ অগাডি পেতে পারে ১২৬ থেকে ১৪৬টি আসন। এমনই আভাস দিচ্ছে এবারের এক্সিট পোল।

ভোট পরবর্তী পরিসংখ্যানে এমনই জানাল রিপাবলিক...

 

নিউজ ১৮ এর এক্সিট পোলেও এবার বিধানসভা গঠনের জন্য এগিয়ে রাখা হয়েছে বিজেপির জোরকে। সংশ্লিষ্ট চ্যানেলের তরফে দাবি করা হয়, এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার সঙ্গীরা ১৩৭ থেকে ১৫৭টি আসন পাবে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)