বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি (IFFI)। তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়। ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জী এবং ভূমি পেন্ডকার, অনুষ্ঠান পরিচালনা করবেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রসার ভারতীর ওটিটির সূচনা হবে বলে জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। সেদেশের সংস্কৃতিকে তুলে ধরতে দ্যা জান্নাওয়ি ড্যান্স ক্ল্যান একটি অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও পরিবেশিত হবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে, পাঞ্জিমে মাইকেল গ্রেসির প্রথম সিনেমা বেটার ম্যান দিয়ে রেড কার্পেট প্রিমিয়ারের সূচনা হবে। দুপুর দুটোয় এই ছবি দেখানো হবে। বিশিষ্ট ব্রিটিশ পপ স্টার রবি উইলিয়ামসের জীবনের ওপর চলচ্চিত্রায়িত হয়েছে এই ছবি। এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠানটি সাইন ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করা হবে যাতে সকলের কাছে তা পৌঁছে যেতে পারে। সবকা মনোরঞ্জনের লক্ষ্যেই এই উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে সুভাষ ঘাই, দীনেশ ভিজান, অমর কৌশিক, এনএম সুরেশ, আর কে সেলভামনি, ইশারি গণেশান এবং রবি কোটারাকারের মতো উল্লেখযোগ্য নির্মাতা এবং চলচ্চিত্র নির্মাতারাও উপস্থিত থাকবেন। নাগার্জুন, বোমান ইরানি, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, জয়দীপ আহলাওয়াত, রণদীপ হুডা, জয়ম রবি, জ্যাকি ভাগনানি, মুক্তা বারভে এবং রাধাকৃষ্ণান পার্থিবন সহ গীতিকার প্রসূন জোশী সহ প্রখ্যাত অভিনেতারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
৮১ টি দেশের ১৮০ টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন হবে ইফি ২০২৪ (IFFI 2024)এ। এই বছরের ফেস্টিভ্যালে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফিল্ম বাজার, "ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো" প্রোগ্রামটি অন্তর্ভুক্ত থাকবে যেখানে ১০০ জন তরুণ চলচ্চিত্র নির্মাতাকে পাওয়া যাবে।