নয়াদিল্লি: মুক্তি পেয়েছে বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) অভিনীত 'দ্য সবরমতি রিপোর্ট' (The Sabarmati Report)। ২০০২ সালে গোধরাতে ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবিটি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যপক প্রশংসা করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবও 'দ্য সবরমতি রিপোর্ট'-এর প্রশংসা করেছেন এবং রাজ্যে সিনেমাটি করমুক্ত করার ঘোষণা করেছেন। যাতে আরও বেশি মানুষ এই ছবিটি দেখতে পারেন।
২০০২ সালে গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেস ট্রেনের বগি S6 পুড়ে যায়, দুর্ঘটনায় মারা গয়েছিলেন ৫৯ জন যাত্রী। তবে ঠিক কি কারণে আগুন লেগেছিল তার অনেকগুলো সম্ভাব্য কারণ উঠে এলেও নির্দিষ্ট কারণ স্পষ্ট করে জানা যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘটনার সমস্ত দায় বর্তায় প্রাসাসনের গাফিলতির উপর।
১৫ নভেম্বর মুক্তি পাওয়া 'দ্য সবরমতি রিপোর্ট' সিনেমাটিতে সেদিন সবরমতি এক্সপ্রেসে আগুন লাগার (নির্দিষ্ট কারণ) তুলে ধরা হয়েছে। ছবিটিতে অনেক যুক্তিতর্ক, ঘটনার বিশেষ কিছু আসল ফুটেজ এবং কোর্টের রায়ের উপর ভিত্তি করে আগুন লাগার (আসল কারণ) দেখানো হয়েছে। তবে সেদিনের ঘটনায় মৃতের পরিবারের বা ঘটনায় জখম হওয়া কোনও ব্যক্তির কোনও রকম মন্তব্য ছবিটিতে তুলে ধরা হয়নি, কিছুটা কাল্পনিকভাবে সিনেমার গল্পটি সাজানোর ফলে ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই বোধহয় ছবিটি দর্শকদের মন ছুঁতে পারেনি।
'দ্য সবরমতি রিপোর্ট' আজ স্পেশাল স্ক্রিনিং করা হয়, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Union Minister Hardeep Singh) সহ আরও অনেক রাজনীতিবিদ। সিনেমাটি দেখার পর হরদীপ সিং পুরি কী বলেন দেখুন-
Delhi: During the special screening of 'The Sabarmati Report' Union Minister Hardeep Singh Puri says, "...If you've been a victim or at the receiving end of repeated falsehoods, what do you do? Everyone faces it. I would say a democratically elected prime minister has done… pic.twitter.com/BPf7nGIsLN
— IANS (@ians_india) November 20, 2024
রাজনৈতিক থ্রিলারটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদদের দ্বারা প্রচুর প্রশংসিত হলেও এই ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি। তাই 'দ্য সবরমতি রিপোর্ট' মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে টিকে থাকতে ঘাম ঝরছে। পাঁচ দিনে 'দ্য সবরমতি রিপোর্ট'-এর মোট আয় হয়েছে ৮.৭৫ কোটি টাকা।