চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়স নাকি বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের (Central Govt) তরফে চাকরিজীবীদর অবসরের বয়সের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি হচ্ছে। এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে। যা ভাইরাল হয়ে যায় হু হু করে। তবে এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। চাকরিজীবীদের অবসর নেওয়ার বয়সের মেয়াদ কোনওভাবেই বাড়ানো হচ্ছে না। কেন্দ্রীয় সরকার এমন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। পিআইবির ফ্যাক্ট চেকে স্পষ্টভাবে এমন খবর জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের কোনও খবর পেলে, তার সত্যতা যাচাই করে তবেই অন্যদের জানানো উচিত বলেও পিআইবি জানায়। অর্থাৎ অবসর গ্রহণের বয়স যা ছিল আগে, কেন্দ্রীয় সরকারে তরফে সেই নিয়মই রাখা হচ্ছে। এর বিকল্প কোনও ঘোষণা হয়নি বলে জানানো হয় ফ্যাক্ট চেকে।
দেখুন পিআইবির ট্যুইটে কী জানানো হল...
सोशल मीडिया पर वायरल हो रहे खबरों में दावा किया जा रहा है कि भारत सरकार ने केंद्रीय कर्मचारियों की रिटायरमेंट आयु में 2 साल की वृद्धि करने का निर्णय लिया है#PIBFactCheck
❌ यह दावा फर्जी है
✅ भारत सरकार ने ऐसा कोई निर्णय नहीं लिया है
⚠️ बिना सत्यता जांचे खबरें साझा न करें pic.twitter.com/KahXlVIrAF
— PIB Fact Check (@PIBFactCheck) November 19, 2024