দিল্লি, ২০ নভেম্বর: পাকিস্তানের (Pakistan) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করছে। কখনও ইমশা রহমান কখনও মিনাহিল মালিক আর এবার মাথিরা খান (Mathira Khan। একের পর এক সোশ্যাল মিডিয়া তারকাদের ব্যক্তিগত কিংবা ঘনিষ্ঠ ভিডিয়ো (Pakistani Video) প্রকাশ্যে আসা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়েছে।
মাথিরা রহমানের ভিডিয়ো প্রকাশ্য়ে আসার পর এক্সে একটি স্টেটাস শেয়ার করেন মাথিরা। যেখানে এই পাক ইনফ্লুয়েন্সার দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর ব্যক্তিগত ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিয়ো তৈরি করে তা ভাইরাল করা হচ্ছে। তাঁর নাম করে অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে, বদনাম করার চেষ্টা চলছে বলেও দাবি করেন পাক ইনফ্লুয়েন্সার মাথিরা খান।
কে এই মাথিরা মহম্মদ খান?
জানা যাচ্ছে, পাকিস্তানি-জ়িম্বাবোয়ে ইনফ্লুয়েন্সার হলেন মাথিরা খান। তিনি পাকিস্তানের পাশাপাশি জ়িম্বাবোয়ের একডন মডেল, অভিনেত্রী, টিভি সঞ্চালিকা এবং গায়িকা। জ়িম্বাবোয়ে ছেড়ে মাথিরা পাকিস্তানে যান, সে দেশে রাজৈনতিক অচলাবস্থার জন্য। জ়িম্বাবোয়েতে রাজনৈতিক অচলাবস্থা শুরু হওয়ায়, মাথিরা মহম্মদ বাধ্য হয়ে পাকিস্তানে যান। ইন্টাগ্রামে মাথিরার ৫৯ হাজার ফলোয়ার রয়েছেন।
২০১৪ সালে পাকিস্তানি গায়ক ফারহান জে-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাথিরা। ফারহান এবং মাথিরার এক সন্তান (রিজভি) রয়েছে। তবে ২০১৪ সালে বিয়ের পর ২০১৮ সালে ফারহান জে-র সঙ্গে মাথিরার বিচ্ছেদ হয়ে যায়। ফারহান জে-র সঙ্গে বিচ্ছেদের পর মাথিরা অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।