দিল্লি, ২০ নভেম্বর: ভয়াবহ হামলায় ফের কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। এবার উত্তরপশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে আত্মঘাতী হামলা (Suicide Attack) চালানো হয়। পাক সেনার ক্যাম্প লক্ষ্য করে চলে আত্মঘাতী হামলা। যার জেরে পাকিস্তানি সেনা বাহিনীর পরপর ১২ জওয়ানের মৃত্যু হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার খাইবার পাখতুনওয়া প্রদেশের বান্নুতে যে সেনা ক্যাম্প রয়েছে, সেখানে হামলা চলে। যার জেরে পরপর ১২ জন পাকিস্তানি সেনা কর্মী নিহত হন।
দেখুন কীভাবে ভয়াবহ হামলা চালানো হয় পাকিস্তানি সেনা শিবিরে...
BREAKING:
17 Pakistan Army soldiers killed in a suicide bombing and firing in Janikhel, Bannu district, KPK.
Hafiz Gul Bahadur Group (HGB), allied with TTP, claims responsibility and releases a graphic video of the attack. #BreakingNews #Pakistan #KPK #bombing… pic.twitter.com/X3BnLl1Pxr
— Shubham Singh (@Shubhamsingh038) November 20, 2024
আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে পাকিস্তান...
#BREAKING: 17 Pakistan Army soldiers killed in a suicide bombing followed by firing in Janikhel area of Bannu district in KPK of Pakistan. Hafiz Gul Buhadur Group, an ally of TTP, claims responsibility for the attack. HGB has also released video of beheading Pakistani soldiers. pic.twitter.com/rZlvHUMqKD
— The Bharat Current (@thbharatcurrent) November 20, 2024
রিপোর্টে প্রকাশ, পাক তালিবান গ্রুপের হাফিজ় গুল বাহাদুর গ্রুপের তরফে ওই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলার পর হাফিজ় গুল বাহাদুর গ্রুপ নিজেরাই দায় শিকার করে বিবৃতি প্রকাশ করে। যদিও মঙ্গলবার বিকেলে খাইবার পাখতুনওয়া প্রদেশের ওই আত্মঘাতী হামলার বিষয়ে পাকিস্তান সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।