কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে মালতীপুর স্টেশনের কাছে। জানা যাচ্ছে, মাটিয়া এলাকার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ৫৬ বছর বয়সী জব্বার মোল্লা। গত রবিবারেই তাঁর মেয়ের বিয়ে হয়। তবে তাঁকে বিয়ে করার জন্য আগেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রতিবেশী যুবক নাজিমুদ্দিন মোল্লা। কিন্তু ওই প্রৌঢ় সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তারপরেই রবিবার নিজের মেয়ের বিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে দেন ওই বৃদ্ধ। আর সেই আক্রোশেই মঙ্গলবার রাতে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের।
পুলিশসূত্রে খবর, এদিন স্টেশন এলাকায় বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।জব্বারের স্ত্রী জানিয়েছেন, তাঁদের মেয়েকে দিনের পর দিন উত্যক্ত করছিল নাজিমুদ্দিন।তাঁর মেয়ে এম এ পাশ। এবং ওই ছেলে বেকার ছিল। তাই জব্বার যুবকের পরিবারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছেন, ওই বৃদ্ধ প্রতিদিনই বারাসতে সবজি বিক্রি করতে যান। এদিন সবজি বিক্রি করে ফেরার সময় ওই যুবক ও দলবল নিয়ে চড়াও হয়। জব্বারের দেহে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ দেওয়া হয়। আর তাতেই মৃত্যু হয় ব্যক্তির। অন্যদিকে যুবককে ধরতে গেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় গোটা পরিবার পলাতক। সকলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযান।