মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় যে পদপিষ্ট (Stampede In Maha Kumbh) হওয়ার ঘটনা ঘটেছে, এবার তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। সমাজবাদী পার্টির সাংসদ বলেন, 'কুম্ভ মেলায় নিহতদের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। যার জেরে গঙ্গার জল দূষিত হচ্ছে।' আর সেই জলই বিভিন্ন জায়গায় মানুষের কাছে পানীয় হিসেবে পৌঁছে যাচ্ছে। কুম্ভ মেলার জল সবচেয়ে 'দূষিত'। অথচ তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। এবার এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন জয়া বচ্চন। গঙ্গার জল এখন সবচেয়ে বেশি দূষিত। অথচ তা নিয়ে কেউ কেন কোনও কথা বলছেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী সাংসদ। গত সপ্তাহে কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যার জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় উত্তপ্রদেশ সরকারের তরফে। মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আর এবার পদপিষ্টদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জয়া বচ্চন।

আরও পড়ুন: Mahakumbh 2025: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পর ১৫,০০০ মানুষ নিখোঁজ!

শুনুন কী বললেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)