প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ এবার ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest )শিকার হয়ে ৩৫ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধা। প্রায় ১ মাস ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করল প্রতারকেরা(Scammers )। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে(Mumbai)। মুম্বই পুলিশের(Mumbai Police) পরিচয় দিয়ে ওই বৃদ্ধাকে ফাঁসায় প্রতারকেরা। ওই বৃদ্ধাকে বলা হয়, তাঁর নামে প্রতারণার অভিযোগ রয়েছে। তাই একমাসের জন্য ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তাঁকে। একমাস কেটে গেলে তাঁকে এনকাউন্টার করা হবে, ভয় দেখিয়ে ৩৫ লক্ষ টাকা নিয়ে নেয় প্রতারকেরা।

সাইবার প্রতারণার শিকার বৃদ্ধা, খোয়ালেন ৩৫ লক্ষ টাকা

প্রায় একমাস কেটে গেলেও ভয়ে কাউকে কিচ্ছু জানাননি ওই বৃদ্ধা। এরপর একদিন প্রতারকদের একটি ফোন পান ওই বৃদ্ধার ভাই। আরও টাকা চায় প্রতারকেরা। এতেই সন্দেহ হয় তাঁর ভাইয়ের। এরপর ভাইকে সবটা খুলে বলেন ওই বৃদ্ধা। মুম্বই সাইবার ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মুম্বই সাইবার ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসারেরা।

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে ৩৫ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধা