Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আর কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই মহামেলা। মহাকুম্ভ শেষের আগে ফের  এই মহামেলায় ভিড় উপচে পড়তে শুরু করেছে। মহাকুম্ভে ভিড় যেমন বাড়ছে, সেই সময় পূণ্যার্থীদের কাছে আবেদন করলেন প্রয়াগরাজের (Prayagraj) মানুষ। মহাকুম্ভে জনস্রোত এড়াতে মানুষ যাতে আর না যান, তার জন্য আবেদন করা হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট উঠে আসতে শুরু করেছে।  মহাকুম্ভে আর আসবেন বলে যে পোস্টগুলি সেখানকার মানুষ করছেন, সেখানে কেউ কেউ বলতে শুরু করেন, ১৯ ফেব্রুয়ারি শেষ অমৃতস্নান সম্পন্ন। তাহলে মানুষ কেন আর মহাকুম্ভে হাজির হচ্ছেন?

কেউ কেউ আবার বলতে শুরু করেন, মহাকুম্ভে  হাজির হওয়া পূণ্যার্থীদের কারণে রাস্তায় যেমন ভিড় উপচে পড়ছে, তেমনি গাড়ি চলাচলের জায়গা নেই। ফলে মানুষ যাতে আর প্রয়াগরাজে হাজির না হন, সে বিষয়ে করা হয় আবেদন। সবকিছু মিলিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভে যাতে আর কোনও পূণ্যার্থী হাজির না হন, সে বিষয়ে স্থানীয় মানুষজন আবেদন শুরু করেন।

গত ১৩ জানুয়ারি শুরু হয় মহাকুম্ভ। মকর সংক্রান্তির পূণ্য তিথিতে মহাকুম্ভ মেলা শুরু হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ। ৫০ কোটির বেশি মানুষ মহাকুম্ভে হাজির হয়েছেন বলে যোগী প্রশাসনের তরফে জানানো হয়। মহাকুম্ভে যখন জনস্রোত, সেই সময় যেমন ট্রাফিক জ্যাম হতে শুরু করে, তেমনি পদপিষ্ট হওয়ার ঘচনাও ঘটে যায়। সবকিথু মিলিয়ে মহাকুম্ভ নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।