নয়া দিল্লি, ২৪ মে: অবশেষে দেশের সব লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ৫৪২টি কেন্দ্রের মধ্যে ৫৪১টি-র ফলাফল আগেই ঘোষিত হয়েছিল। বাকি ছিল একটির। সেটাতেও জেতায়, ২০১৯ লোকসভা নির্বাচন (2019 Lok Sabha Election)-এ বিজেপি (BJP) শেষ করল ৩০৩টি আসন জিতে। পাঁচ বছর আগে মোদী ঝড় এবার সুনামিতে পরিণত হয় বিজেপি-র আসনসংখ্যা অনেকটা বেড়ে গেল। গতবার বিজেপি জিতেছিল ২৮২টি আসনে, এবার সেখানে পদ্মফুল প্রতীকের দল জিতল ৩০৩টি আসন। বিরোধীরা পুরোপুরী নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু রাহুল গান্ধীই নন। দক্ষিণে চন্দ্রবাবু নায়ডু থেকে উত্তর প্রদেশে অখিলেশ যাদব-মায়াবতী, বিহারে লালুপ্রসাদ যাদব। সবাই মোদী ঝড়ে উড়ে গেলেন। এমনকি বাংলাতে মমতা ব্যানার্জি মোদী ঝড় টের পেলেন। কংগ্রেস গতবারের মত এবারও ৫০-এর আশেপাশেই থাকল।
কোন দল কটি আসন পেল
বিজেপি: ৩০৩টি
কংগ্রেস: ৫২টি
ডিএমকে: ২৩টি
তৃণমূল কংগ্রেস: ২২টি
YSR কংগ্রেস: ২২টি
শিবসেনা: ১৮টি
জেডিইউ: ১৬টি
বিএসপি: ১০টি
টিআরএস: ৯টি
লোক জনশক্তি পার্টি: ৬টি
সমাজবাদী পার্টি: ৫টি
শিরোমণি আকালি দল: ২টি
তেলেগু দেশম: ৩টি
জেডি(এস): ১টি
আম আদমি পার্টি: ১টি
এদিকে, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, না কোনও ব্রেকিং নিউজ নয়। আসলে এটা নেহাতই নিয়ম মানা একটা কাজ। ২০১৪-তে ক্ষমতায় আসার পর পাঁচ বছরের শাসনভার চালানোর পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার মোদী ফের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেবেন। আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে ইস্তফা দেওয়া রীতি। সেই রীতি মেনেই এদিন রাষ্ট্রপতিভবনে যান নরেন্দ্র মোদী। নিজের ইস্তফাপত্র সঁপে দেন রামনাথ কোবিন্দ। তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
পরপর দুবার একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় এল বিজেপি। গতবারের চেয়েও এবার বেশি আসনে জিতল নরেন্দ্র মোদীর দল। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রে তো বটেই এবার পশ্চিমবঙ্গ, ওডিশাতেও অনেক আসনে জিতে ফের মসনদে বসবেন মোদী। প্রধানমন্ত্রীর আসনে নমোকে চেয়ে ভোট দিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাংলা থেকে বিহার। প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে। শপথগ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন কোবিন্দ।
শপথ নেবেন মোদী। ওই অনুষ্ঠানে দেশের সবরাজ্যের মুখ্যমন্ত্রীদের অমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।