রাতের অন্ধকারে বাড়ির পোষা কুকুরের (Pet Dog) উপর ঝাঁপিয়ে পড়ল লেপার্ড (Leopard)। মাঝ রাতে অত্যন্ত সন্তর্পণে একটি বাড়ির পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়ে লেপার্ড। পা টিপে টিপে বাড়ির পোষ্যর কাছে হাজির হয়। পোষা কুকুরের কাছে হাজির হয়েই তার গলা কামড়ে ধরে লেপার্ডটি। এরপর পোষ্যকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। পোষ্যর পাশে শুয়ে থাকা বাড়ির মালিক কোনও কিছু টের পাননি। যখন কুকুরের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়, সেই সময় তড়িঘড়ি বিছানা থেকে উঠে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় লেপার্ডের হাত থেকে মুক্ত হয়ে কোনওক্রমে কুকুরটি ছুটে বাড়ির ভিতরে চলে আসে। এরপর বাড়ির মালিককে দেখা যায়, ছুটে ঘরের ভিতরে ঢুকে যেতে। মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) ভোর তালুকা থেকে এবার এমনই একটি ছবি উঠে আসে। যা চোখে পড়তেই ভয়ে কাঁটা হয়ে যান স্থানীয়রা।
দেখুন লেপার্ডটি কীভাবে হামলা চালায়...
CCTV Video: बिबट्याचा पाळीव कुत्र्यावर हल्ला; मोबाईल पाहणाऱ्या मालकाला भनकही लागली नाही#cctvvideo #Leopard #pune #marathinews #zee24taas pic.twitter.com/VbjwwLjeAn
— ZEE २४ तास (@zee24taasnews) March 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)