শ্রীনগর, ২ জুন: ছোটদের কেন এতক্ষণ ক্লাস করতে হবে? কাশ্মীরি শিশুকন্যার অনুযোগের ফল মিলল হাতেনাতে৷ উপত্যকায় কমল অনলাইন ক্লাসের সময়সীমা৷ ১ দিন আগেই ভাইরাল হয়েছে বছর ছয়েকের শিশুকন্যার ভিডিও৷ সেখানে ওই খুদেকে বলতে শোনা গেছে, কেন বাচ্চাদের এত হোমওয়ার্ক দেওয়া হয়৷ ইতিমধ্যেই কাজও শুরু হয়েছে৷ কেন্দ্রশাসিত অঞ্চলের (Jammu & Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘোষণা করেছেন স্কুলের নিচু ক্লাসের বাচ্চাদের অনলাইন ক্লাসের সময় কমিয়ে আনতে হবে৷ এক থেকে দেড় ঘণ্টার বেশি অনলাইন ক্লাস হবে না প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের৷ সমগ্র উপত্যকাতেই ২টি সেশনে হবে ক্লাস৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: লকডাউনের সুফল, দেশ ফের কমল সংক্রমণ
নতুন গাইডলাইন অনুসারে জম্মু ও কাশ্মীরের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন ক্লাসের মেয়াদ তিন ঘম্টার বেশি হবে না৷ সপ্তহের যেকোনও একদিন প্রাক প্রাথমিকের পড়ুয়ার বাবা-মায়েদের সঙ্গে ৩০ মিনিটের আলোচনা পর্ব রাখতে হবে৷ একই সঙ্গে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের কোনওরকম হোমওয়ার্ক দেওয়া যাবে না৷ মনকী শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে খুদে পড়ুয়াদের কথা বেশি করে ভাবতে হবে৷ তাদের পাঠক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে আনন্দের অবকাশ থাকে৷ এক্ষেত্রে অভিভাবকদের যুক্ত করতে হবে৷ আমাদের শিশুরা যেন খেলার জন্য বেশি সময় পায়৷ বাবামায়ের সঙ্গে আলাপচারিতা করতে পারে৷ এভাবেই শিশু জীবনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে৷ এমনটাই জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা৷
গতকাল কাশ্মিরি খুদের ভাইরাল ভিডিও দেখে মনোজ সিনহা বলেছিলেন, “খুবই সঙ্গত অভিযোগ৷ ৪৮ ঘম্টার মধ্যে স্কুল শিক্ষাদপ্তরকে এই সমস্যার সমাধান করতে হবে৷ যাতে করে খুদেদর কাঁধ থেকে হোমওয়ার্কের বোঝা নামানো যায়৷ শিশুদের নিস্পাপ আচরণ ঈশ্বরের দান৷ তাই তাদের জীবন আরও সজীব, সন্তুষ্টি ও আনন্দে ভরপুর থাকা উচিত৷ ”