নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: ২৩ হাজার ৬৮ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In West Bengal) পৌঁছালো ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮৪৬-এ। গতকাল সারাদিনে করোনায় মৃত ৩৩৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৭ হাজার ৯২। এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৯১৯। এখনও দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ১৭ হাজার ৮৩৪ জন। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৬৬১। তবে উৎসবের মরশুমে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বুধবার সারাদিনে নতুন সংক্রামিত ১ হাজার ৫৯০ জন। সেখানে দৈনিক সুস্থতার সংখ্যা ২ হাজার ৫৪ জন।
A total of 518 new #COVID19 cases, 491 discharges and 3 deaths were reported in Telangana yesterday, says State Health Department
Total positive cases: 2,84,074
Total recoveries: 2,75,708
Active cases: 6,839
Death toll: 1,527 pic.twitter.com/0DwjNQonq3
— ANI (@ANI) December 25, 2020
সবমিলিয়ে পশ্চিমবঙ্গে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ২১৪। সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। জেলাভিত্তিক মৃত্যুর নিরিখেও সবার আগে রয়েছে কলকাতা। দৈনিক সংক্রমণের থেকেও চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। এদিকে ক্রিসমাসের আগের রাতে পার্কস্ট্রিটের উপচে পড়া ভিড় দেখে শঙ্কিত পুলিশ প্রশাসন। বড়দিনে বেলা যত বাড়বে কলকাতার রাজপথে নামবে মানুষের ঢল। সংক্রমণের ঝুঁকিও বাড়বে পাল্লা দিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি কলকাতা পুলিশ নিয়োগ করা হয়েছে ক্যুইক রেসপন্স টিম, ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। থাকছে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং শহরের ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে কড়া নজরদারি। সতর্কতার কারণে এদিন বেলা দুটোর পরে বন্দ হয়ে যাবে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা। আরও পড়ুন-Winter In West Bengal: বড়দিনের শহরে পারদ পতন, উৎসবের মরশুমে শীতে উপভোগে বাঙালি
ইংল্যান্ডে নতুন প্রজাতির যে করোনাভাইরাস মিলেছে তানিয়ে গোটা ইউরোপ তটস্থ। সংক্রমণ ঠেকাতে সেখানে ক্রিসমাস ও বর্ষবরণের মরশুমেও চলছে লকডাউন। সেই আতঙ্কের ঢেউ এসে পড়েছে ভারতেও। যদিও স্বাস্থ্য মন্ত্রকের আশ্বাস ভয়ের কিছু নেই। কেন্দ্র এনিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে।