নয়াদিল্লি: ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের (Voice of Global South Summit) প্রচুর দেশের যোগদান গোটা বিশ্বকে (world) একটা বড় বার্তা (big message) দিয়েছে বলে শুক্রবার দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পাশাপাশি গ্লোবাল সাউথের অন্তর্গত দেশগুলি বিশ্বের বড় বড় সমস্যার সমাধান করতে সক্ষম বলেও দাবি করলেন লিডার সেশনের (Leaders Session) সমাপ্তি ভাষণ দিতে গিয়ে।
শুক্রবার বিকেলে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এক বছরে গ্লোবাল সাউথের দুটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এতে ব্যাপক অংশগ্রহণ গোটা বিশ্বকে একটি বড় বার্তা পাঠিয়েছে। সেই বার্তাটি হল- গ্লোবাল সাউথ স্বায়ত্তশাসন (autonomy) চায়, গ্লোবাল সাউথ চায় গ্লোবাল গভর্নেন্সে (Global Governance) যাতে তার কণ্ঠস্বর (voice) শোনা যায়। গ্লোবাল সাউথ বৈশ্বিক সমস্যাগুলিতে (global issues) বড় দায়িত্ব নিতেও প্রস্তুত। ভারত গর্বিত যে জি ২০ (G20)-এর মতো একটি গুরুত্বপূর্ণ ফোরামের সময়ও আমরা ভয়েস অফ গ্লোবাল সাউথকে অ্যাজেন্ডায় রাখার সুযোগ পেয়েছি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | At the Concluding Leaders Session of the Voice of Global South Summit, Prime Minister Narendra Modi says, "Two summits of Global South being held in a year and a large participation in it sends out a big message to the world. The message is- Global South wants its… pic.twitter.com/QVGNUXV67b
— ANI (@ANI) November 17, 2023
তানজানিয়ায় (Tanzania) আইআইটি ক্যাম্পাস খোলার কথা উল্লেখ করে বলেন, "গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির শিক্ষার্থীরা (students) ভারতে উচ্চশিক্ষার (higher education) আরও সুযোগ পাবে। এই বছর তানজানিয়ায় ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) (Indian Institute of Technology) ক্যাম্পাস খোলা হয়েছে। বিভিন্ন সেক্টরে সক্ষমতা বৃদ্ধির জন্য এটি আমাদের একটি উদ্যোগ।" আরও পড়ুন: New Education Policy: উদীয়মান অর্থনীতির পরামর্শদাতা হিসেবে কাজ করবে নয়া শিক্ষা নীতি, দাবি ধর্মেন্দ্র প্রধানের
দেখুন ভিডিয়ো:
#WATCH | At the Concluding Leaders Session of the Voice of Global South Summit, Prime Minister Narendra Modi says, "The students of Global South will get more opportunities for higher education in India. This year in Tanzania, India's first Indian Institute of Technology (IIT)… pic.twitter.com/uWhbLDC3hJ
— ANI (@ANI) November 17, 2023