Representative Photo (Photo Credits: X)

শিশুপাচার (Child Trafficking) কাণ্ডের তল্লাশিতে এবার গ্রেফতার এক দম্পতি। মাসদুয়েক আগে শালিমার স্টেশনে এই চক্রের দুজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। এবার সেই তদন্তেই পুলিশের জালে গ্রেফতার আরও দুই। জানা যাচ্ছে, শিশু পাচারকারী মানিক হালদারের থেকে মোটা টাকার বিনিময়ে এক শিশুকন্যাকে কিনেছিল ওই দম্পতি। নাগেরবাজার (Nagerbazar) যশোর রোডের বাসিন্দা ওই দম্পতির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ওই শিশুকন্যাকেও। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মানিকের সঙ্গে সান্থালিয়া পরিবারের যোগসূত্র

নাগেরবাজেরর বাসিন্দা বিজয় ও নেহা সান্থালিয়ার একটি সাতবছরের পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁরা কন্যাসন্তানের চেষ্টা করছিলেন, কিন্তু কোনওভাবেই হচ্ছিল না। এমনকী কিছুদিন আগে গর্ভবতীও হয়েছিলেন নেহা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গর্ভপাত করতে হয় তাঁকে। এমনকী সে ভবিষ্যতে গর্ভবতী হতে পারবেন না বলে জানিয়েও দেয় চিকিৎসকরা। এরপরেই তাঁদের সঙ্গে যোগাযোগ হয় চক্রের অন্যতম সদস্য জোৎস্না নামে এক মহিলার সঙ্গে। সেখান থেকে পরিচয় হয় বিশাল ও তাঁর সঙ্গী জুলির সঙ্গে।

বিশাল-জুলির সন্ধান

যদিও এই বিশাল ও জুলির এখনও সন্ধান পায়নি পুলিশ। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে এই ঘটনার মুখ্য দুই অভিযুক্ত মানিক হালদার ও মুকুল সরকারকে গত ১০ নভেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। শালিমার স্টেশন থেকে শিশুপাচার করতে গিয়ে গ্রেফতার হয় দুজনে।