Supreme Court (Photo Credits: ANI)

২০২৩ সালে সমলিঙ্গের বিবাহের (Same-Sex Marriage) অধিকারে শিলমোহর দিতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই মামলা শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে ছিল। কিন্তু গত ১০ নভেম্বর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি হচ্ছে। ৫ জন বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি। বিচারপতি বি.আর. গাভাই, সূর্য কান্ত, বি.ভি. নাগারথনা, পি.এস. নরসিমা এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ সিদ্ধান্ত নেবে সমলিঙ্গের বিবাহের অধিকারের এই মামলা কোনদিকে যাবে।

সমলিঙ্গের বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের রায়

প্রসঙ্গত, ২০২৩ সালে এই মামলার শুনানিতে আদালত সমলিঙ্গের বিবাহের অধিকারী শিলমোহর দিতে অস্বীকার করেছিল। জানিয়ে দিয়েছিল, দেশের সংসদের এই নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়। আদালতের এই সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একাধিক আবেদনও জমা পড়ে। কিন্তু সেই মামলার শুনানি হয়নি। তবে এবার এই পর্যালোচনা মামলার কী রায় দেয় শীর্ষ আদালত, সেদিকেই তাকিয়ে দেশবাসীর একটা অংশ।