মাত্র ৫০০০ হাজার টাকা চাইতে গিয়ে প্রাণঘাতী হামলা চালাল দুই হিংস্র পোষ্য কুকুর। কোনওমতে সেখান থেকে বেঁচে ফিরল আক্রান্ত যুবক। বুধবার সকালে এরকমই হাড়হিম হওয়া কাণ্ড দেখল রায়গঞ্জ (Raiganj) শহরের মিলনপাড়া এলাকার মানুষজনেরা। আক্রান্ত যুবকের নাম দেবদূত রায়। অভিযোগ, তিনি একজনের থেকে কিছু টাকা পেতেন। সেই টাকা চাইতে গেলেই ঘটে বিপদ। প্রথমে ওই ব্যক্তি রড দিয়ে হামলা চালায়, তারপর পোষ্য রটহুইলার ও ডোভারম্যান কুকুর দিয়ে হামলা করায়। এমনকী দেবদূতকে কেউ বাঁচাতে গেলেও তাঁকে কুকুর দিয়ে হামলা চালানোর হুমকি দেয় অভিযুক্ত বিশ্বদীপ ঘোষ।
কুকুরের হামলা
জানা যাচ্ছে, রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা দেবদূতের থেকে কয়েকমাস আগে বিশ্বদীপ ৫ হাজার টাকা ধার নিয়েছিল। অভিযোগ, এদিন সাড়ে ১১টা নাগাদ টাকা ফেরত দেবে বলে দেবদূতকে ডেকে পাঠায় অভিযুক্ত। বাড়িতে যেতেই তাঁর ওপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। বাড়ির বাইরে সে পড়ে গেলে পোষ্য দুই কুকুরের উদ্দেশ্যে চার্জ চার্জ বলে চিৎকার করে বিশ্বদীপ। তখনই বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত বেগে দুই কুকুর বেরিয়ে এসে দেবদূতের ওপর হামলা চালায়।
দেখুন ভিডিয়ো
#WatchNow: দিনে-দুপুরে এক যুবককে খুবলে খেল কুকুর, এমনই ভয়াবহ অমানবিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এগিয়ে গেলেও কুকুরের ভয়ে বাঁচানোর চেষ্টা করতে যাওয়ার সাহস করতে পারেননি তাঁরা। ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল।
সব খবর:… pic.twitter.com/IM3BSrsNBS
— TV9 Bangla (@Tv9_Bangla) January 8, 2025
পুলিশের তদন্ত
আক্রান্ত যুবককে উদ্ধার করতে এগিয়ে যায় স্থানীয় বাসিন্দা। তখন তাঁদের কুকুর হামলার হুমকি দেয় অভিযুক্ত। ফলে প্রাণের ভয়ে তাঁরা কেউ এগিয়ে যায় না। তবে ঘটনাস্থল থেকে কোনওভাবে বেঁচে ফেরে দেবদূত। এরপর থানায় অভিযোগ জানায়। বিশ্বদীপের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। যদিও এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।