Couple Representative Photo (Photo Credits: Pixabay)

মুম্বই, ৮ জানুয়ারি: বিবাহবার্ষিকীর পার্টি চলে মধ্যরাত পর্যন্ত। মাঝ রাত পর্যন্ত পার্টি করার পর শেষ আত্মহত্যা (Suicide) দম্পতির (Couple) । শুনে অবাক লাগছে! তবে এমন ঘটনার সাক্ষী এবার মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুর (Nagpur)। যেখানে ৫৭ বছরের জেরিল ড্যামসন এবং তাঁর ৪৬ বছরের স্ত্রী অ্যানের মৃত্যুর খবরে প্রায় গোটা ভারত জুড়ে চর্চা শুরু হয়। রিপোর্টে প্রকাশ, জেরিল এব অ্যানে নিজেদের ২৬ বছরের বিবাহ বার্ষিকী পালন করেন। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে জেরিল এবং অ্যানে মাঝ রাত পর্যন্ত পার্টি করে অবশেষে আত্মহত্যা করেন।

জানা যায়, বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে জেরিল এবং অ্যানে দুজন বিয়ের বর-কনের মত করে সাজেন। এরপর জেরিলের মৃতেদহ উদ্ধার করা হয় রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায়। অ্যানের মৃতদেহ শোয়ানো ছিল বিছানার উপর। শুধু তাই নয়, অ্যানের মৃতদেহ ফুল দিয়ে সাজানো ছিল যত্ন করে। মঙ্গলবার সাত সকালে নাগপুরের মার্টিন নগরের বাড়ি থেকে জেরিল এবং অ্যানের মৃতদেহ উদ্ধার করা হয়।

অ্যানের মৃত্যুর পর তাঁর মৃতদেহ নামিয়ে বিছানায় ফুল দিয়ে সাজান জেরিল। এরপর অ্যানের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জেরিল। দম্পতির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁদের একসঙ্গে দাফন করা হয়। একই কফিনে রেখে তাঁদের বিদায় জানান আত্মীয়স্বজন। কী কারণে জেরিল এবং অ্যানে আত্মহত্যা করলেন,  সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে পরিবারের কথায়, করোনার সময় জেরিল কাজ বন্ধ করেন। তিনি শেফের চাকরি করতেন। আর্থিক অনটনই কি জেরিল এবং অ্যানেকে তাঁদের জীবন শেষ করার পথে এগিয়ে দেয়, উঠছে সেই প্রশ্ন।

পুলিশ জেরিল এবং অ্যানের মোবাইল ফোন উদ্ধার করে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।