Coronavirus scanning at an airport (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২২ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৪৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৫৩ হাজার ৩৯৮ জনের। করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৫২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Kabul Evacuation: কাবুল থেকে দেশে ফিরলেন ২০০-র বেশি ভারতীয়, বায়ুসেনার বিমানে আসছেন আরও ১৬৮ জন

বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬৬ জনের, আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার মানুষ। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জনের। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখের বেশি মানুষ।