কলকাতা: নতুন বছরের শুরুতেই বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে৷ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের আবহাওয়া (Weather) শীতল হাওয়া আটকে রয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। আজ কলকাতা সহ বাংলার বিভিন্ন স্থানে কুয়াশার চাঁদর ঢেকে যায়। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ই জানুয়ারি, তার প্রভাব ১২ জানুয়ারি থেকে ফের একবার বাধা পেতে চলেছে বঙ্গে শীতের আমেজ।
এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।
বৃহস্পতিবারে পরে আবহাওয়ার বড় বদল হতে পারে।