HMPV Virus (Photo Credit: Pixabay)

বেঙ্গালুরু, ৬ জানুয়ারি: চিনে ভয় ধরানোর পর, এবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসছে HMPV ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা। উদ্বেগ বাড়িয়ে ভারতে ঢুকে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (Human Metapneumovirus )। বেঙ্গালুরু, আমেদাবাদের পর কলকাতাতে সন্ধান মিলেছে HMPV ভাইরাস আক্রান্তদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তদের খবর যত আসছে, ততই বাড়ছে করোনার বছরপাঁচেক পর HMPV ভাইরাস নিয়ে উদ্বেগ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আশ্বস্ত করেছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস নতুন কোনও ভাইরাস নয়। এটা নিয়ে আক্রান্ত হওয়ার কারণ নেই। এবার HMPV নিয়ে মুখ খুললেন কর্ণাটকের স্বাস্থ্য-শিক্ষা মন্ত্রী।

বেঙ্গালুরুতে HMPV ভাইরাসের কথা নিয়ে বলতে গিয়ে কর্ণাটকের স্বাস্থ্য-শিক্ষা মন্ত্রী ডক্টর শরণ প্রকাশ বললেন, " বেঙ্গালুরুতে দুটি কেস এসেছে। তবে সেটা নিয়ে উদ্বেগের কিছু নেই। যে দুটি শিশু HMPV-তে আক্রান্ত হয়েছে, তার মৃদু উপসর্গ রয়েছে। আক্রান্ত একটি শিশু সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দেখুন কী বললেন কর্ণাটকের মন্ত্রী

অপর একটি শিশু ভাল আছে। HMPV হল সাধারণ সর্দি-কাশীর হাল্কা একটি রূপ। কেন্দ্র ও রাজ্য সরকার পরিস্থিতির দিকে খুব কাছ থেকে নজর রাখছে। আমাদের মন্ত্রক সাধারণ মানুষদের জন্য কিছু গাইডলাইন জারি করেছে। এখনই টেস্টিং বা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই।"