Photo Credit: Twitter

Stock Market Plummets:  ভাইরাসের ধাক্কা ভারতের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম দিন দেশের বাজারে বড় ধস নামাল। আর তার কারণ হল বিনিয়োগকারীদের মনে হিউম্যান মেটানিউমোভাইরাসে বা HMPV ভাইরাসকে নিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তা।কর্ণাটক এবং গুজরাটে এই ভাইরাসে আক্রান্তের ঘটনার খবর সামনে আসার পরই দেশের শেয়ার বাজারে ধস নামতে শুরু করে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝোঁকার জেরে সেনসেক্স এবং নিফটি হু হু করে নামতে থাকে। বাজার বন্ধের সময় শেয়ার বাজারে প্রতিটি সেক্টরের সূচক ছিল নিম্নমুখী।

বাজার কোথায় শেষ করল

আজ, সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 1.59 শতাংশ অথবা 1258.12 পয়েন্ট কমে হয়েছে 77964.99। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 1.62 শতাংশ অথবা 388.70 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 23616.05 -এর স্তরে। আজ নিফটি মিডক্য়াপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 2.70 শতাংশ পর্যন্ত নিম্নগামী হয়েছিল। টাটা স্টিলের শেয়ারের পতন হয় 4%।

এদিন আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জির।

দেখুন শেয়ার বাজারে ধস

শেয়ার বাজারে ভাইরাস আতঙ্ক

চিনে দাপট শুরুর পর ভারতে ঢুকে পড়ল ভয় ধরানো HMPV ভাইরাস। এরই মধ্যেই ভারতে তিনটি HMPV ভাইরাসে আক্রান্তের কেসের খবর চলে এসেছে। করোনা ভাইরাসকে এখনও ভুলতে না পারা দেশবাসী HMPV-কে নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছে। শেয়ার বাজারের বিনোয়োগকারীদের কাছে সবচেয়ে আতঙ্কের হল লকডাউন। করোনার মত যদি HMPV-তেও লকডাউন হয়? এই আতঙ্কে এখন থেকে কাবু শেয়ারবাজার।