'এই ঠিকানায় বান্ধবী পাঠান'। সুইগি ইনস্টামার্টে (Swiggy Instamart) এমনই মেসেজ করেন এক ব্যক্তি। যা দেখে ওই ব্যক্তিকে পালটা ট্রোল করল অনলাইন ডেলিভারি সংস্থা। সুইগি ইনস্টামার্টের তরফে পালটা ওই এক্স হ্যান্ডেলকে বলা হয়, এসব এখানে পাওয়া যায় না। তবে গভীর রাতে ডেলিভারি হলে, তা বিনামূল্যে করা হবে। কোনও ডেলিভারি চার্জ নেওয়া হবে না। তাই তিনি ব্যক্তি যেন ললিপপ অর্ডার করে বলে জানানো হয় সুইগি ইনস্টামার্টের তরফে। নতুন বছর শুরু আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর সুইগি ইনস্টামার্টে এমন মেসেজ করায়, পালটা উত্তর এল অনলাইন ডেলিভারি সংস্থার তরফে।
দেখুন কী জানাল সুইগি ইনস্টামার্ট...
ye sab yaha nahi milta par lo chalo late night fee hata di hai, ek lollipop order karlo https://t.co/HMrSvqGseg
— Swiggy Instamart (@SwiggyInstamart) December 31, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)