খাবার ডেলিভারি করতে এসে জুতো চুরি করে পালাল ফুড ডেলিভারি অ্যাপ সুইগির এক অজ্ঞাতপরিচয় ডেলিভারি বয়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে গুরুগ্রামে এক ডেলিভারি বয়কে ব্যক্তির বাড়ির সামনে থেকে জুতা চুরি করতে দেখা যায়। এই ভিডিওটি ৯ এপ্রিলের বলে জানা গেছে। এই ঘটনার ভিডিও এক্স-এ শেয়ার করেছেন রোহিত অরোরা নামে এক ব্যবহারকারী। তিনি লিখেছেন গুরুগ্রামের একটি ফ্ল্যাটের বাইরে থেকে জুতো চুরি করেছে সুইগির ডেলিভারি বয়।শেয়ার করা এই ভিডিওতে যার জুতো চুরি হয়েছে তাঁকে তার বন্ধু বলেও দাবি করা হয়েছে। মজার ব্যাপার হল, সুইগি কাস্টমার সার্ভিস সেন্টারও রোহিতের অভিযোগের জবাব দিয়েছে।ডেলিভারি বয়ের অভিনব জুতো চুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, সুইগি এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে " সরাসরি কথাবার্তা হলে আমরা আপনাকে আরও ভালভাবে সাহায্য করতে পারি,"। এরপর সুইগির সঙ্গে কথা বলার পর রোহিত দাবি করেছেন যে খাদ্য সরবরাহ অ্যাপ সুইগি চুরি যাওয়া নাইকি ব্র্যান্ডের জুতোর অর্থ ফেরত দেবে।
Swiggy's drop and PICK up service. A delivery boy just took my friend's shoes (@Nike) and they won't even share his contact. @Swiggy @SwiggyCares @SwiggyInstamart pic.twitter.com/NaGvrOiKcx
— Rohit Arora (@_arorarohit_) April 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)