MohammedanSC Goalless Draw (Photo Credit: X@IndSuperLeague)

গত ৩ জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুখোমুখি হয়েছিল  নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) এবং (Mohammedan SC)। এই দুটি দলই তাদের নিজস্ব চ্যালেঞ্জ ও শক্তি নিয়ে মাঠে নামে গুয়াহাটিতে। গত দুই ম্যাচে আট গোল করে এবং মুম্বই সিটি এফসিকে তিন গোলে হারানোর পর, নর্থইস্ট ইউনাইটেডের খেলা দেখতে ভিড় জমিয়েছিল তাদের সমর্থকরা। যদিও চেরনিশভের সাদা-কালো ব্রিগেড ছিল কালকের খেলার দুর্বল প্রতিপক্ষ , কিন্তু ফুটবলে কিছুই নিশ্চয়তা দেয় না। যে মহামেডান রক্ষণের ছোট ভুলে গোল খাওয়াকে অভ্যাসে পরিণত করেছিল গত দু'ম্যাচে তারাই দুর্ভেদ্য । রক্ষণের মরিয়া লড়াইকে শিল্পে পরিণত করে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোল শূন্য ড্র করে মহামেডান স্পোর্টিং।

ম্যাচে উভয় পক্ষই সুযোগকে গোলে রূপান্তর করতে লড়াই করে। নর্থ ইস্ট ইউনাইটেড বেশিরভাগ খেলায় আধিপত্য বজায় রাখলেও লক্ষ্যে একটি শট পরিচালনা করতে পারেনি। পুরো ম্যাচে ডিফেন্সিভ খেলে নিজেরাও গোল দিতে না পারলেও নর্থ ইস্ট কে পুরো সময় আটকে দেয় মহামেডান। গতকাল রক্ষণের মরিয়া লড়াইকে শিল্পে পরিণত করে সাদা কালো বিগ্রেড। পেনাল্টি বক্সের সামনে ভুল করে ফাউল উপহার দেওয়া নয় । বরং দুর্ভেদ্য রক্ষণ থেকে প্রতি আক্রমণের বল সরবরাহ করে গেলেন ইরশাদ, অমরজিত সিং কিয়াম ও বিকাশ সিংরা । তাদের সঙ্গে যোগ্য সঙ্গত ওগেইরে, সামাদ আলি মল্লিক, জুডিকা, জো জোহেরাদের ।

আজ, ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে তাদের হোম গ্রাউন্ডে বিকাল ৫টায় এফসি গোয়ার মুখোমুখি হবে ওড়িশা এফসি।অন্যদিকে জামশেদপুর এফসি সন্ধ্যা 7:30 টায় জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে।