Farooq Abdullah: শরদ পাওয়ারের পর এবার বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর আবেদন ফেরালেন ফারুক আবদুল্লা
Farooq Abdullah (Photo Credit: Farooq Abdullah/Instagram)

নতুন দিল্লি, ১৮ জুন: শরদ পাওয়ারের পর এবার ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। এনডিএ-র বিরুদ্ধে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা। রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়ে প্রার্থী দাঁড় করাতে গত বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দেশের ১৬টি দলকে নিয়ে হওয়া মমতার সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এরপর মমতা, মল্লিকা অর্জুন খার্গে সহ বিরোধী জোটের নেতারা চেয়েছিলেন ন্যাশানাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা রাষ্ট্রপতি পদে এনডিএ-র বিরুদ্ধে প্রার্থী হন।

কিন্তু এখনও রাষ্ট্রপতি শাসনে থাকা জম্মু-কাশ্মীরের রাজনৈতি অচলাবস্থায় সেখানকার মানুষের পাশে থাকার জন্য নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন বলে ফারুক আবদুল্লা জানালেন। আরও পড়ুন: মায়ের শততম জন্মদিনে গান্ধীনগরে বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ধুইয়ে দিলেন মায়ের পা

দেখুন টুইট

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ১৮ জুলাই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে কার্যত নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে থাকা এনডিএ-র বিরুদ্ধে মমতাদের সম্মিলিত বিরোধী প্রার্থী খোঁজা মোটেও সহজ হবে না। শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাদের মত অভিজ্ঞ-বর্ষীয়ান নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে হারের ঝুঁকি নিতে চাইবেন না। তাই খুব সম্ভবত মমতাদের অরাজনৈতিক ব্যক্তিত্বদের দাঁড় করাতে হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত হার জেনেও মমতারা জোট গড়ে প্রার্থী দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সম্মিলিত বিজেপি বিরোধী মঞ্চ গড়ার প্রাথমিক কাজটা সেরে নিতে চাইছেন।

খুব সম্ভবত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে রাষ্ট্রপতি হিসেবে দাঁড় করাতে পারেন মমতারা। তবে এনডিএ কাকে রাষ্ট্রপতি পদে দাঁড় করান তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা এবার রাষ্ট্রপতি পদে বড় চমক দিতে চলেছেন বলে খবর।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২১ জুলাই। ভোটের জন্য প্রায় ১০.৮৬ লক্ষ ইলেকটোরাল কলেজে রয়েছে। মোট ইলেকটোরাল কলেজের অর্ধেকের কিছু কম বিজেপি এবং তার জোটের অংশীদার রয়েছে।