Comedian Kunal Kamra (Photo Credit: X)

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নাম না করে গদ্দার বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। সেই নিয়ে শাসক শিবিরের নিশানায় পড়েছিলেন তিনি। জেরার জন্য একাধিকবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু হাজিরা এড়িয়েছিলেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে মুম্বই পুলিশ। এই নিয়ে চলতি মাসেই বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন কুণাল। বুধবার অবশেষে এই মামলায় স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের তরফ থেকে অন্তবর্তীকালিন সুরক্ষা দেওয়া হল তাঁকে। অর্থাৎ এই মুহূর্তে কুণালকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

গ্রেফতারিতে অন্তবর্তীকালিন স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট

এদিন বিচারপতি সারঙ্গ কোতয়াল এবং শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলে। যেখানে বলা হয়, সওয়াল জবাবের পর্ব শেষ হয়েছে। যে সমনটি ৩৫ (৩) এর ধারায় ছিল, তাতে গ্রেফতার করার এখনই প্রয়োজন নেই। ফলে আপাতত তাঁকে আগামী শুনানির আগে পর্যন্ত গ্রেফতার করা যাবে না।

দেখুন পোস্ট

কুণালের বিতর্কিত কমেডি শো

এদিকে, কুণাল আসলে তামিলনাড়ুর বাসিন্দা। ফলে সেখানেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে মাদ্রাসা হাইকোর্টও সেখানে তাঁর অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর হয়েছিল। প্রসঙ্গত, সম্প্রতি একটি স্ট্যান্ড আপ শো-তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নাম না করে গদ্দার বলেছিলেন কুণাল। এমনকী রাজ্য সরকাার তানাশাহি বলে কটাক্ষ করেছিলেন তিনি।