এবার সরকারি হাসপাতালে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, বুধবার মধ্যপ্রদেশের মোরেনায় (Morena) জেলা হাসপাতালের সার্জিকাল ও বার্ন ওয়ার্ডে আগুন লেগেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তাঁরাই আটকে থাকা রোগী ও তাঁর পরিবার এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের বের করে আনেন। যদিও অনেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল। ফলে তাঁদের বের করে আনার পর কয়েকজনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে কয়েকঘন্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

হাসপাতালে লাগল আগুন

যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের থেকেই ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে দমকল বাহিনী। জানা যাচ্ছে, এদিন সাড়ে ৫টার দিকে আগুন লাগে। তবে ৬টা নাগাদ দমকলে খবর গেলে তাঁরা সেখান থেকে কয়েকটি গাড়ি নিয়ে রওনা দেয়। সূত্রের খবর, এই ঘটনার জেরে একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তবে তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। এদিকে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারের লোকজনেরা।

দেখুন ভিডিয়ো

হাসপাতালের এক চিকিৎসকের বক্তব্য

এদিকে হাসপাতালের এক চিকিৎসক বলেন, "এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মূলত, অপারেশন থিয়েটার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এসেছে। দমকল আধিকারিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে"।