নতুন দিল্লি, ১ জুলাই: পুণের সেরাম ইনস্টিটিউটকে (SII) এখনই শিশুদের ওপর 'কোভাভ্যাক্স'-র (Covavax) ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা (DCGI)। প্রাপ্তবয়স্কদের ওপর আগে ট্রায়াল সম্পূর্ণ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার, ডিসিজিআইয়ের তরফে নির্দেশ দেওয়া হয়, ২-১৭ বছর বয়সীদের ওপর এখনই কোভাভ্যাক্স-এর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালে অনুমতি দেওয়া হচ্ছে না।
সেরামের সিইও আদর পুনাওয়ালা সম্প্রতি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের তৈরি 'কোভাভ্যাক্স' চলে আসবে। গত মার্চে এর ট্রায়ালও শুরু হয়েছে। করোনা রুখতে এর কার্যকর ক্ষমতা অনেকটা বেশি বলেও তিনি দাবি করেন। গত সোমবার, ডিসিজিআই-র কাছে দেশের ১০ প্রান্তে শিশুদের ওপর এই ভ্যাক্সিনের ট্রায়ালের অনুমতি চেয়ে পাঠান আদর। আরও পড়ুন, চিকিৎসক দিবসে করোনায় থাবায় প্রাণ হারানো চিকিৎসকদের স্যালুট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আর তাতেই লাল সংকেত মিলল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ মহলের থেকে। তাদের সাফ নির্দেশ, আগে প্রাপ্ত বয়স্কদের ওপর টিকার ট্রায়াল সম্পূর্ণ হবে, তারপরই শিশুদের ওপর ট্রায়াল প্রয়োগ করতে দেওয়া হবে।
এদিকে, দিল্লি এইমসে গত মাসেই শুরু হয়েছে শিশুদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল। ৬-১২ বছর বয়সীদের ওপর চলছে ট্রায়াল। ইতিমধ্যে, ১২-১৮ বছর বয়সীদের ট্রায়াল সম্পূর্ণ হয়ে গিয়েছে।