গত শনিবার দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়ছিল তিন পড়ুয়ার। এই নিয়ে এথনও রাজধানীতে চলছে প্রতিবাদ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ করছে। এবার এই নিয়ে মুখ খুললেন সুপার ৩০ এডুকেশন প্রোগ্রামের (Super 30 Educational Programme) প্রধান তথা শিক্ষক আনন্দ কুমার (Anand Kumar)। তিনি বলেন, "ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই তিন যুবক, যুবতি অনেক স্বপ্ন নিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। কিন্তু এভাবে তাঁদের জীবন শেষ হয়ে যাবে তা কেউ কল্পনা করেননি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। তবে এরকম একটা মর্মান্তিক ঘটনার পর সকলে সজাগ হয়েছে। কিন্তু যদি সরকার আগে থেকে এই বিষয়ে নজরদারি রাখত তাহলে তিনটি প্রাণ বেঁচে যেত"।
সেই সঙ্গে কোচিং সেন্টারের কর্তৃপক্ষদের উদ্দেশ্যে আনন্দ কুমার বলেন, "শুধু ব্যবসা করার জন্য শিক্ষাকে ব্যবহার করবেন না। কম সংখ্যক শিক্ষার্থী নিন এবং তাঁদের সুযোগ সুবিধার দিকে নজর দিন। তাঁদের নিরাপত্তা দিকে খেয়াল রাখুন। অনেকের পরিবার কষ্ট করে অর্থ জোগাড় করে আপনাদের দায়িত্ব দেয়। ফলে তাঁদের সুযোগ সুবিধার খেয়াল রাখা আপনাদের কর্তব্য। শিক্ষাকে ব্যবসা না বানিয়ে পড়ুয়াদের সুরক্ষার অগ্রাধিকার দেওয়া উচিত"।
#WATCH | On Delhi's Old Rajinder Nagar coaching centre incident, Founder of Super 30 educational programme, Anand Kumar says "It was extremely saddening to hear that 3 innocent students who had come to Delhi to qualify for the UPSC exam died in the accident. I want to express my… pic.twitter.com/ac2XN7xtIR
— ANI (@ANI) August 1, 2024
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজ কাঠুরিয়াকে শনিবার জামিন দেয় দিল্লি আদালত। এই কাঠুরিয়ার গাড়ির ধাক্কায় কোচিং সেন্টারের গেট ভাঙে এবং তার জেরে জল ঢোকে সেন্টারের বেসমেন্টে। শনিবার বিকেলেই এই মামলার শুনানিতে তাঁর জামিন মঞ্জুর করে। অন্যদিকে ওই কোচিং সেন্টারের মালিক অভিষেক গুপ্তা ও তাঁর সহকারী দেশপাল সিং সহ মোট ১৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।