দেরাদুন, ৬ এপ্রিল: ভোটের মুখে রোজ রোজ কোনও না কোনও কংগ্রেস নেতার দল ছাড়ার ধারা এদিনও অব্যাহত থাকল। উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী দীনেশ আগরওয়াল (Dinesh Agarwal) কংগ্রেস ছাড়লেন। দলে অক্সিজেন নিতে সমস্যার কারণেই তিনি দল ছাড়লেন বলে জানিয়েছেন। তবে সূত্রের খবর, দলে কোণঠাসা অবস্থায় থেকে রাজনীতিতে নতুন জমি পেতে তিনি দল বদল করছেন। এমনতিই উত্তরাখণ্ডে দলীয় নেতাদের কোন্দলের ফলে কংগ্রেসের অবস্থা একেবারে খারাপ হয়ে পড়েছে।
তার ওপর আবার দীনেশ একেবারে কোণঠাসা ছিলেন। ফলে ২+২ ফর্মুলায় ও সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতির ছক মেনেই দীনেশ এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। ২০০২-২০১৭ পর্যন্ত দীনেশ লক্ষ্মণ চক- ধরমপুর অঞ্চলের দাপুটে কংগ্রসী বিধায়ক ছিলেন। তবে গত দুটি নির্বাচনে তিনি জিততে পারেননি। দেরাদুন মেয়র নির্বাচনেও তিনি হেরে গিয়েছিলেন। দলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি।
দেখুন খবরটি
Former minister and Congress leader Dinesh Agarwal resigned from Congress. pic.twitter.com/XZxdvM6zOU
— ANI (@ANI) April 6, 2024
উত্তরাখণ্ডে মোট পাঁচটি লোকসভা আসন আছে। গত দুটি লোকসভাতেই বিজেপি রাজ্যের সব আসনে জিতেছিল।