এবার মেডিকেল কলেজে হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মেরুটের লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিকেল কলেজে (Lala Lajpat Rai Memorial Medical College)। জানা যাচ্ছে, শুক্রবার সকালে দ্বিতীয় তলায় আগুন দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। তাঁরাই স্থানীয় দমকল বিভাগে জানায়। এরপর ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন্টাখানের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দমকলকর্মীরা।
যদিও কীভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি থেকে আগুন লাগতে পারে। তবে হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীরা। পুলিশ জানিয়েছেন, গাইনি বিভাগের ওটিতে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে ওই ফ্লোরের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের তৎপরতায় ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি।
#WATCH | Meerut, Uttar Pradesh: Fire breaks out at Lala Lajpat Rai Memorial Medical College in Meerut
Meerut Chief Fire Officer Santosh Kumar says, "The incident took place this morning....6 fire tenders and personnel rushed to the spot and the fire was completely doused. No… pic.twitter.com/Hr4LoHs81f
— ANI (@ANI) May 31, 2024
এদিকে দিনকয়েক আগে দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই মেরুটের হাসপাতাল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। যদিও হাসপাতালে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।