Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃপণের জন্য চাপ, প্রথম বিবাহ বার্ষিকীর ১২ দিন আগে আত্মহত্যা তরুণীর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, ওই তরুণীর নাম কাজল গুপ্ত। এক বছর আগে ভোপালের মোনু গুপ্তর সঙ্গে বিয়ে হয় কাজলের। মোনু পেশায় অটোচালক। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন দাবিদাওয়া বাড়তে থাকে স্বামীর। বিবাহ বার্ষিকীতে মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি জানায় স্বামী। কাজলের বাড়িতে এই কথা জানানোর কথা বলতেই তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরেই আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী, এমনটাই তাঁর পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই জামাই মোনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কাজলের পরিবার। কাজলের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি মেলে পুলিশ সূত্রে খবর। তবে কাজলের মা জানান, বিয়ের পর থেকেই জামাই নানা দাবি রাখত। বিবাহ বার্ষিকীতে বাইক কিনে দেওয়ার জন্য জোর করছিল, কাজল বাড়িতে জানায় তাঁর উপর অত্যাচার চলছে। এই ঘটনায় জামাইল মোনু গুপ্ত ও তাঁর পরিবারকেই দায়ী করছে কাজলের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোনুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পণের চাপে বিবাহ বার্ষিকীর আগে আত্মহত্যা তরুণীর