আর প্রায় দুই সপ্তাহ পরেই পেশ হবে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবনা। তার আগে বিভিন্ন বিষয়ে প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে মধ্যবিত্ত। এই আবহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার একটি অনুষ্ঠানে বললেন যে মধ্যবিত্তের সমস্যা তিনি বুঝতে পারেন।অর্থমন্ত্রী বলেন, 'আমি নিজেকে মধ্যবিত্ত মনে করি। তাই আমি সাধারণ মানুষের কষ্টের বিষয়টা বুঝি।' পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে মোদী সরকার মধ্যবিত্তের ওপর নতুন কোনও কর আরোপ করেনি। তিনি আরও বলেন যে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কে আয়কর আওতার বাইরে রাখা হয়েছে।
Delhi| I belong to middle class & identify myself as middle class so I can understand them. Modi govt has not levied any new tax on middle class in any budget so far. No tax levied on people who earn salary up to Rs 5 Lakhs: Nirmala Sitharaman, Finance Minister (15/01) pic.twitter.com/SGu8KF1uW4
— ANI (@ANI) January 16, 2023
তিনি আরো বলেন- মধ্যবিত্তরা গণপরিবহন সবচেয়ে বেশি ব্যবহার করে এবং আমরা 27টি জায়গায় মেট্রো নিয়ে এসেছি। অনেক মধ্যবিত্ত মানুষ চাকরির সন্ধানে শহরে চলে যাচ্ছে এবং আমরা 'স্মার্ট সিটি'র লক্ষ্যে ফোকাস করছি। আমরা মধ্যবিত্তের জন্য আমাদের কাজ চালিয়ে যাব
Middle class uses public transport the most & we brought metro in 27 places. Lot of middle-class people are shifting to cities in search of jobs & we’re focusing on the goal of ‘smart cities’.We will continue our work for middle class: Nirmala Sitharaman, Finance Minister (15/01) pic.twitter.com/YZz10EcFrA
— ANI (@ANI) January 16, 2023
প্রসঙ্গত, ২০২০ সালে পুরনো কর কাঠামো চালু রাখার মধ্যেই একটি নয়া কর কাঠামো চালু করা হয়েছিল। এর আগে ব্যক্তিগত আয়কর মকুবের সর্বোচ্চসীমা ২০১৪ সালে শেষবার পরিবর্তন করা হয়েছিল। ব্যক্তিগত আয়কর মকুবের সর্বোচ্চসীমা দু'লাখ টাকা থেকে ২.৫ লাখ টাকা করা হয়। যা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে করা হয় তিন লাখ। পুরনো কর কাঠামো চালু করার পাশাপাশি ২০২০-২১ অর্থবর্ষ থেকে নয়া কর কাঠামো কার্যকর হয়েছে। সেই নয়া কর কাঠামোয় ২.৫ লাখ টাকার নীচে বার্ষিক আয় হলে কর দিতে হয় না। ২.৫ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার কম পর্যন্ত দিতে হয় পাঁচ শতাংশ কর। তবে আয়কর রিটার্ন ফাইল করলে সেই করের অর্থ ফিরিয়ে দেওয়া হয়।