নয়াদিল্লি: প্রাচীনকাল থেকেই ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির সুনাম রয়েছে গোটা বিশ্বে জুড়ে। রবিবার এই বিযয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে World of Statistics নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। তা থেকে জানা গেছে, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় (Universities) রয়েছে ভারতেই (India)।
তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ হাজার ২৮৮টি। তার পরের স্থানে থাকা আমেরিকায় (USA) রয়েছে ৩ হাজার ২৬টি। তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ায় (Indonesia) বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ৫৯৫। ২ হাজার ৫৬৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে চতুর্থ স্থানে থাকা চিনে (China)। পঞ্চম স্থানে থাকা ব্রাজিলে (Brazil) রয়েছে এক হাজার ২৯৭টি। ষষ্ঠস্থানে থাকা মেক্সিকোতে (Mexico) ১ হাজার ১৭৩টি।
জাপান (Japan) অষ্টম স্থানে রয়েছে ১০৬৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে। নবম স্থানে থাকা রাশিয়ায় (Russia) রয়েছে ১ হাজার ৫৮টি বিশ্ববিদ্যালয়। ইরান (Iran) ৭০৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে রয়েছে ১০ স্থানে। ১১ নম্বরে থাকা ফ্রান্সে (France) রয়েছে মোট ৬১৭টি বিশ্ববিদ্যালয়। ১২ নম্বরের জার্মানিতে (Germany) এখন ৪৫৯টি বিশ্ববিদ্যালয়। আর ১৩ নম্বরে থাকা কানাডাতে (Canada) ৩৮৭টি ও ১৪ নম্বরে থাকা পোলান্ডে (Poland) ৩৭৯টি বিশ্ববিদ্যালয়।
Countries with most universities:
India 🇮🇳: 5,288
USA 🇺🇸: 3,216
Indonesia 🇮🇩: 2,595
China 🇨🇳: 2,565
Brazil 🇧🇷: 1,297
Mexico 🇲🇽: 1,173
Japan 🇯🇵: 1,063
Russia 🇷🇺: 1,058
Iran 🇮🇷: 704
France 🇫🇷: 617
Germany 🇩🇪: 459
Canada 🇨🇦: 387
Poland 🇵🇱: 379
— World of Statistics (@stats_feed) April 8, 2023